৯ম শ্রেণির হিসাববিজ্ঞান এ্যাসাইনমেন্ট (২য় সপ্তাহ)
ছাত্রছাত্রীদের সুবিধার্থে এ্যাসাইনমেন্টের কাজটি করে দেখানো হল। ৯ম শ্রেণির ২য় সপ্তাহের এ্যসাইনমেন্ট- হিসাব বিজ্ঞান নিম্নের লেনদেনগুলোর কারণ ব্যাখা কর এবং হিসাব সমীকরণে এগেুলোর প্রভাব দেখাও। ২০২০ সালের ১ জানুয়ারী চিকিৎসক জনাব প্রদ্যুৎ নগদ ৫০,০০০ টাকা…
ছাত্রছাত্রীদের সুবিধার্থে এ্যাসাইনমেন্টের কাজটি করে দেখানো হল।
৯ম শ্রেণির ২য় সপ্তাহের এ্যসাইনমেন্ট- হিসাব বিজ্ঞান
নিম্নের লেনদেনগুলোর কারণ ব্যাখা কর এবং হিসাব সমীকরণে এগেুলোর প্রভাব দেখাও।
২০২০ সালের ১ জানুয়ারী চিকিৎসক জনাব প্রদ্যুৎ নগদ ৫০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে “নিরাময় চেম্বার” নামে সেবা কার্যক্রম শুরু করেন।
জানুয়ারী-১০, মোট ২০ জন রোগী দেখে ১০,০০০ টাকা পেলেন।
জানুয়ারী ২০, চেম্বারের আধুনিকায়নের জন্য ৫০,০০০ টাকা ঋণ নিলেন।
জানুয়ারী ২৫, চেম্বারের ভাড়া বাবদ ৫,০০০ টাকা প্রদান করেন।
হিসাব সমীকরণের প্রভাব আলাদাভাবে ছকে ও দেখানো যেতে পারে।