মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান – প্রশ্ন ও উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ঢাকা মেট্রোরেল প্রকল্প ও মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করা হলো।

Advertisement

আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে তবে কখন থেকে যাত্রী পরিবহন শুরু হবে তার কোন তারিখ এখনো জানানো হয়নি।

সম্পূর্ণভাবে চালু হলে জনসাধারণের চলাচলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে আশা করা যায়।

এখানে শেয়ার করা হলো ঢাকা মেট্রোরেল সম্পর্কে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। পাশাপাশি সম্প্রতি পাকিস্তানের লাহোর মেট্রোরেলের বিভিন্ন বিষয়ের সাথে ঢাকা মেট্রোরেলে কিছু তুলনামূলক তথ্য শেয়ার করা হলো।

Advertisement

মেট্রোরেল কি

মেট্রো শহরের অভ্যন্তরে যেসব রেল চলে সেই রেলকে মেট্রোরেল বলা হয়। বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে বিদ্যুৎচালিত দ্রুতগতির রেলওয়ে গণপরিবহনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় গণপরিবহণের জন্য ‘ঢাকা মেট্রো রেল’ হলো ‘জাইকা’-এর অর্থায়নে একটি সরকারি প্রকল্প।

আরও পড়ুন – মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য

Advertisement

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান

১. মেট্রোরেল প্রকল্প কবে থেকে বাস্তবায়ন শুরু হয়েছে?
উত্তর- ২০১৬ সাল থেকে

২. ঢাকা মেট্রোরেল ব্যবস্থাকে কি বলা হয়?
উত্তরঃ Mass Rapid Transit

৩. মেট্রোরেল প্রকল্প পরিচালক কোম্পানির নাম কি?
উত্তরঃ Dhaka Mass Transit Company Ltd (DMTCL)

Advertisement

৪. ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি বা DMTCL কবে গঠন করা হয়?
উত্তরঃ ৩ জুন, ২০১৩।

৫. DMTCL কেন গঠন করা হয়?
উত্তরঃ মেট্রোরেল নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, জরিপ, ডিজাইন ইত্যাদি কাজে।

৬. RSTP কি?
উত্তরঃ Revised Strategic Transport Plan.

৭. RSTP অনুযায়ী সরকার কয়টি ম্যাস রেপিড ট্রানজিড বা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে?
উত্তরঃ ৫ টি।

৮. মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে কত?
উত্তরঃ ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা।

৯. মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋন প্রদান করেন?
উত্তরঃ জাইকা।

১০. মেট্রোরেল প্রকল্পে জাইকা কত শতাংশ ঋণ প্রদান করেন?
উত্তরঃ ৭৫ শতাংশ।

১১. মেট্রোরেল প্রকল্পে জাইকার ঋণের পরিমান কত?
উত্তরঃ ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা।

১২. মেট্রোরেল প্রকল্পে সরকারের অর্থায়নের পরিমাণ কত?
উত্তরঃ ৫ হাজার ৩৯০ কোটি টাকা।(২৫%)

১৩. মেট্রোরেলের প্রথম ধাপ চালু হবে কবে?
উত্তরঃ ২০২০ সালে ডিসেম্বরের দিকে।

১৪. মেট্রোরেলের প্রথম ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ উত্তরা-মতিঝিল।

১৫. উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলপথের নাম কি?
উত্তরঃ MT Line 6

১৬. মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে কত মিনিট?
উত্তরঃ ৩৫ মিনিট।

১৭. মেট্রোরেলের প্রথম ধাপে স্টেশন হবে কতটি?
উত্তরঃ ১৬ টি।

১৮. মেট্রোরেলের ১৬ টি স্টেশন কোথায় কোথায় নির্মাণ করা হবে?
উত্তরঃ উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, আইএমটি, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক।

১৯. মেট্রোরেলের প্রথম ধাপের রেলপথের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০.১০ কি.মি।

২০. মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপে কতটি ট্রেন চলাচল করবে?
উত্তরঃ ২৪ টি।

২১. মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপের প্রতিটি ট্রেনে কতটি বগি থাকবে?
উত্তরঃ ৬ টি।

২২. মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত?
উত্তরঃ ২ মিটার।

২৩. মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?
উত্তরঃ ১৩ মিটার।

২৪. মেট্রোরেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?
উত্তরঃ ৩০-৪০ কি.মি।

২৫. মেট্রোরেলে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে কতটুক?
উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট।

২৬. মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য কতটি উপকেন্দ্র নির্মাণ করা হবে?
উত্তরঃ ৫ টি।

২৭. মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য উপকেন্দ্র গুলো কোথায় নির্মাণ করা হবে?
উত্তরঃ উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও ও বাংলা একাডেমি।

২৮. মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৪০ কি.মি।

২৯. মেট্রোরেলের দ্বিতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ হোটেল সোনারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক।

৩০. মেট্রোরেলের তৃতীয় ধাপ কত কি.মি হবে?
উত্তরঃ ৪.৭ কি.মি।

৩১. মেট্রোরেলের তৃতীয় ধাপ কোথায় থেকে চালু হবে?
উত্তরঃ পল্লবী থেকে উত্তরা।

ঢাকা এবং লাহোর মেট্রোরেল সম্পর্কে কিছু তথ্য

তথ্যঢাকা মেট্রোরেললাহোর মেট্রোরেল
প্যাসেঞ্জার ক্যাপাসিটি১ লক্ষ ৮ শত (দিন)২ লক্ষ ৫০ হাজার (দিন)
রুটের দৈর্ঘ্য২০.১ কিলোমিটার২৭.১ কিলোমিটার
ট্রেনের সংখ্যা৫৬ টি পরিকল্পিত৫৪ টি (২৭ টি রানিং, ২৭ টি আপকামিং)
স্টেশন সংখ্যা১৬ টি এলিভেটেড স্টেশন২৪ টি এলিভেটেড স্টেশন, ২ টি আন্ডারগ্রাউন্ড স্টেশন
প্রকল্পের কাজ শুরুজুন ২০১৬অক্টোবর ২০১৫
প্রকল্পের কাজ শেষপরীক্ষামূলক চালানো হচ্ছে।মার্চ ২০১৮
প্রকল্প বাজেট২.৮ বিলিয়ন মার্কিন ডলার১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার

মেট্রোরেল সম্পর্কে প্রশ্ন ও উত্তর

ঢাকা মেট্রোরেলের দৈর্ঘ্য কত?

ঢাকা মেট্রোরেলের প্রথম ধাপের রেলপথের দৈর্ঘ্য ২০.১০ কিলোমিটার।

মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপের প্রতিটি ট্রেনে কতটি বগি থাকবে?

মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপের প্রতিটি ট্রেনে ৬টি বগি থাকবে।

মেট্রোরেলের প্রথম ধাপে স্টেশন হবে কতটি?

মেট্রোরেলের প্রথম ধাপে স্টেশন হবে ১৬টি।

মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?

মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা ১৩ মিটার।

মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত মিটার?

মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস ২ মিটার।

মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপে কতটি ট্রেন চলাচল করবে?

মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপে ২৪ ট্রেন চলাচল করবে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলপথের নাম কী?

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলপথের নাম MT Line 6

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে কত?

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা।

ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি বা DMTCL কবে গঠন করা হয়?

৩ জুন, ২০১৩ তারিখে DMTCL কবে গঠন করা হয়।

ঢাকা মেট্রোরেল কবে চালু হবে?

ডিএমটিসিএল (DMTCL) এর তথ্য অনুযায়ী মেট্রোরেল চালু হবে ডিসেম্বর ২০২২ এর শেষ সপ্তাহে।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *