আর্থিক বিবরণীর সকল সমন্বয় জাবেদার উদাহরণসহ ব্যাখ্যা

শুধুমাত্র সমন্বয় জাবেদা শিখেই, আর্থিক বিবরণীর 90% শিখতে পারবে। তবে সমন্বয় জাবেদা মোটেও মুখস্ত করার ব্যাপার নয়। আমি মনে করি, এটি শিখা ও বুঝতে পারা খুবই মজার। এই লেসনে, আমরা হিসাববিজ্ঞানের আর্থিক বিবরণীর সকল সমন্বয়…

Advertisement

শুধুমাত্র সমন্বয় জাবেদা শিখেই, আর্থিক বিবরণীর 90% শিখতে পারবে। তবে সমন্বয় জাবেদা মোটেও মুখস্ত করার ব্যাপার নয়। আমি মনে করি, এটি শিখা ও বুঝতে পারা খুবই মজার।

এই লেসনে, আমরা হিসাববিজ্ঞানের আর্থিক বিবরণীর সকল সমন্বয় জাবেদাসমূহ উদাহরণসহ শিখব।

ক্রয়-বিক্রয় সংক্রান্ত

1. ধারে বিক্রয় ২০০০ টাকা বিক্রয় হিসাবে লেখা হয়নি।

Advertisement

প্রাপ্য হিসাব ডেঃ

বিক্রয় হিসাব ক্রেঃ

2. অলিখিত ক্রয় ৫০০০ টাকা।

Advertisement

ক্রয় হিসাব ডেঃ

প্রদেয় হিসাব ডেঃ

3. মুনাফা বিহীন বিক্রয় বিক্রয় হিসাবে অর্ন্তভুক্ত আছে ৬০০ টাকা।

Advertisement

বিক্রয় হিসাব ডেঃ

ক্রয় হিসাব ডেঃ

4. ক্রয়ের মধ্যে মনিহারী ক্রয় অর্ন্তভুক্ত ৫০০ টাকা।

মনিহারী হিসাব ডেঃ

ক্রয় হিসাব ক্রেঃ

5. বিনামুল্যে পন্য বিতরণ যা হিসাবভুক্ত হয়নি ২০০০ টাকা।

বিজ্ঞাপন হিসাব ডেঃ

ক্রয় হিসাব ক্রেঃ

6. আসবাবপত্র বিক্রয় বিক্রয় হিসাবে অর্ন্তভুক্ত আছে ৮০০ টাকা (ক্রয়মুল্য/পুস্তকমুল্য-১০০০ টাকা)

বিক্রয় হিসাব ডেঃ ৮০০ টাকা

আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি ডেঃ ২০০ টাকা

আসবাবপত্র হিসাব ক্রেঃ ১০০০ টাকা

7. আসবাবপত্র ক্রয় ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে ১০০০০ টাকা।

আসবাবপত্র হিসাব ডেঃ

ক্রয় হিসাব ক্রেঃ

মজুদ সংক্রান্ত

1. সমাপনী মজুদ পণ্য 35000 টাকা, উক্ত মজুদ মূল্যায়নের পরক্ষণেই 5000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়, বীমা কম্পানি 3000 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।

সমাপনী মজুদ ডেঃ 30000

ক্রয় হিসাব ক্রেঃ 30000

আগুনে বিনষ্টজনিত ক্ষতি ডেঃ 2000

বীমা দাবী ডেঃ 3000

ক্রয় হিসাব ক্রেঃ 5000

2. সমাপনী মজুদ মুল্যায়ন করা হল ৩০,০০০ টাকা। এই মূল্যায়নের পূর্বে (২৭ জানুয়ারী তারিখে) ৫,০০০ টাকার পন্য আগুনে বিনষ্ট হল। বীমা কম্পানি ৩,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।

সমাপনী মজুদ ডেঃ 30000

ক্রয় হিসাব ক্রেঃ 30000

আগুনে বিনষ্টজনিত ক্ষতি ডেঃ 2000

বীমা দাবী হিসাব ডেঃ 3000

ক্রয় হিসাব ক্রেঃ 5000

3. প্রারম্ভিক মজুদের মধ্যে ১,০০০ টাকার (প্রারম্ভিক) মনিহারী অর্ন্তভুক্ত।

মনিহারী হিসাব ডেঃ

প্রারম্ভিক মজুদ হিসাব ক্রেঃ

4. সমাপনী মজুদের মধ্যে ১,০০০ টাকার (অব্যবহৃত) মনিহারী অর্ন্তভুক্ত।

অব্যবহৃত মনিহারী হিসাব ডেঃ

মনিহারী হিসাব ক্রেঃ

(এক্ষেত্রে অব্যবহৃত মনিহারীর মূল্য সমাপনী মজুদ থেকে বাদ দিতে হবে)

অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি

প্রাপ্য হিসাবের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে।

প্রদেয় হিসাবের ৭,০০০ টাকা পরিশোধ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি।

মূলধনের ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে।

নিট লাভের ১০,০০০ টাকা সঞ্চিতি তহবিল এবং ১৫,০০০ টাকা দ্বারা একটি পেনশন তহবিল তৈরি করতে হবে।

৪. সঞ্চিতি তহবিলে ৫,০০০ টাকা স্থানান্তর করতে হবে। ৫. আয়কর সঞ্চিতি বাবদ ৫০০০ টাকা রাখতে হবে।

বকেয়া খরচ সংক্রান্ত

বেতন বকেয়া আছে ৫০০ টাকা।

বিনিয়োগের সুদ অনাদায়ী রয়েছে (১০%বিনিয়োগ-৪০০০০)

কমিশন অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি ৭০০ টাকা।

অগ্রিম ব্যয় সংক্রান্ত

বিজ্ঞাপনের এক চতুর্থাংশ বিলম্বিত করতে হবে, বিজ্ঞাপন ৪০০০ টাকা।

বিজ্ঞাপন খরচ ৩ বছরে অবলোপন/সমন্বয় করতে হবে, বিজ্ঞাপন ৬০০০ টাকা।

অগ্রিম বীমা সেলামীর মেয়াদ উত্তীর্ণ হয়েছে ১০০০ টাকা।

বিনা মূল্যে পণ্য বিতরণ ৫,০০০ টাকা, যা হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপন খরচ তিনটি আর্থিক বছরে সমন্বয় করতে হবে।

অগ্রিম আয় সংক্রান্ত

উপভাড়াটিয়ার নিকট থেকে অগ্রিম পাওয়া গেল ১২০০ টাকা।

অগ্রিম শিক্ষানবীস সেলামীর মেয়াদ উত্তীর্ণ হয়েছে -১০০০ টাকা।

উত্তোলন ও মূলধন সংক্রান্ত

উত্তোলনের উপর ১০ % হারে সুধ ধার্য করতে হবে (উত্তোলন-১০,০০০ টাকা)।

মূলধনের উপর ৫% হারে সুদ ধার্য করতে হবে।

ক্রয়ের মধ্যে মালিকের ব্যক্তিগত ক্রয় অর্ন্তভুক্ত ২০০০ টাকা

যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরীর মধ্যে অর্ন্তভুক্ত আছে ৬০০ টাকা।

বিবিধ দেনাদারের ২,০০০ টাকা আদায় যোগ্য নয়।

ব্যবস্থাপককে নীট লাভের উপর ৫% কমিশন দিতে হবে।

ক্যাশ বাক্স থেকে ২ টি ৫০০ টাকার নোট চুরি যা হিসাবে লেখা হয়নি।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *