অর্থায়ন বা ফিন্যান্স কাকে বলে?

জানুন অর্থায়ন কি, অর্থায়ন বা ফিন্যান্সের সংজ্ঞা, ব্যবসায় অর্থায়ন কাকে বলে এবং অর্থায়নের কার্যাবলী সম্পর্কে।

Advertisement

অর্থায়ন বা ফিন্যান্স (Finance) শুধুমাত্র কোন একটি কাজ বা ধারণা নয়। অর্থের সাথে সম্পর্কিত বিভিন্ন কার্যাবলীর সমষ্টিগত কার্যক্রমই হল ফিন্যান্স বা অর্থায়ন। এই পোষ্টে, আমরা জানব অর্থায়ন বা ফিন্যান্স কাকে বলে, ব্যবসায় অর্থায়ন, অর্থায়নের কার্যাবলী বা উদ্দেশ্য।

অর্থায়ন বা ফিন্যান্স কাকে বলে

আমরা সাধারণত ফিন্যান্স বলতে বুঝি, অর্থায়ন বা অর্থসংস্থান যার মানে অর্থ সংগ্রহ করা। কিন্তু, ফিন্যান্স শুধু অর্থ সংগ্রহই নয় বরং অর্থের উৎস নির্বাচন, আর্থিক নীতি নির্ধারণ, মুলধন বাজার, অর্থ বিনিয়োগ, বিভিন্ন প্রকল্প বিশ্লেষন সহ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ কে ফিন্যান্স বা অর্থায়ন বলা হয়।

ফিন্যান্সের সংজ্ঞা

বিভিন্ন মনীষী অর্থায়নকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করেছেনঃ

Advertisement

L.J. GitmanFinance can be defined as the art and science of managing money. Finance is concerned with the process, institutions, markets and instruments involved in the transfer of money among and between individuals, businesses and governments.

E.W. Walker (4/1966)- Activities of a business concern relevant to financial planning, co-ordinating, control and their application is called finance.

উপরের সংজ্ঞা অনুসারে ২ টি বিষয় বলা যায়, ১। ফিন্যান্স ব্যক্তি, ব্যবসায় ও সরকারের অর্থনৈতিক কার্যাবলীর সাথে সম্পর্কিত। ২। অর্থনৈতিক পরিকল্পনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এবং এগুলোর যথাযথ প্রয়োগই হল ফিন্যান্স বা অর্থায়নের মূল কার্যক্রম। এবার আমরা জানব ব্যবসায় অর্থায়ন বা Business Finance সম্পর্কে।

ব্যবসায় অর্থায়ন বা Business Finance কাকে বলে

ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত যে সমস্ত কার্যাবলী সম্পন্ন করে, তার সবকিছুর সাথে অর্থ সম্পর্কযুক্ত। তাই ব্যবসায়ে অর্থসংস্থান ও অর্থ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

কোন ব্যবসার উদ্দেশ্য অর্জনের জন্য, অর্থের প্রয়োজনীয়তা নির্ণয়, অর্থের উৎস নির্ধারণ, অর্থ সংগ্রহ, বিনিয়োগ প্রকল্প বাছাই, অর্থের সঠিক ব্যবহার, আর্থিক বিশ্লেষন ও আর্থিক নীতি নির্ধারণ প্রক্রিয়াকে ব্যবসায় অর্থসংস্থান বলে।

Advertisement

ব্যবসায় অর্থায়নের সংজ্ঞা

ব্যবসায় অর্থায়নের কয়েকটি সংজ্ঞা নিম্নরুপঃ

B.O Wheeler- Business finance is that business activity which is concerned with the acquisition and conservation of capital funds in meeting the financial need and over all objective of business enterprise.

E.W Walker- Business finance is concerned with the sources of funds available to enterprises of all sizes and the proper use of money or credit obtained from such sources.

সংজ্ঞাসমূহের আলোকে বলা যায়, ব্যবসায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও মূলধনের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থের সুষ্ঠু বিনিয়োগ, সংরক্ষণ ও যথাযথ ব্যবহার করার প্রক্রিয়াকে (Business Finance) ব্যবসায় অর্থায়ন বলা হয়।

ফিন্যান্স বা অর্থায়নের কার্যাবলীঃ

  1. আর্থিক পরিকল্পনা গ্রহণ
  2. মূলধন তহবিলের উৎস নির্বাচন
  3. তহবিল সংগ্রহ
  4. বিনিয়োগ প্রকল্প বিশ্লেষন ও সঠিক প্রকল্প নির্বাচন
  5. নগদ প্রবাহের পূর্বানুমান
  6. ঝুঁকি ও আয় পরিমাপ
  7. মুনাফা বন্টন
  8. নগদ তহবিল ও আর্থিক দলিল সংরক্ষণ
  9. সম্পত্তি ব্যবস্থাপনা

প্রিয় ছাত্র-ছাত্রী বন্ধুরা, আমি আপনাদের Finance বা অর্থায়ন সম্পর্কে মৌলিক ধারণা দেয়ার চেষ্টা করেছি। যদি পরীক্ষায় ফিন্যান্স কাকে বলে বা ফিন্যান্সের সংজ্ঞা লিখতে বলা হয়, আপনারা এভাবে উত্তর লিখতে পারেন। আমি ফিন্যান্স এর গুরুত্বপূর্ণ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, পরবর্তী লেসনগুলো তৎক্ষনাৎ পাওয়ার জন্য bdclass.com এ Sign Up করুন।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *