HSC Admission Migration Result 2019-2020
Dear applicants of HSC Admission, there is no system of Migration Application. Your migration application is automatically on. Get HSC admission migration result 2019 ছাত্রছাত্রীরা, তোমরা যখন আবেদন করার সময়, ৫টি বা ১০টি কলেজে আবেদন…
Dear applicants of HSC Admission, there is no system of Migration Application. Your migration application is automatically on. Get HSC admission migration result 2019
ছাত্রছাত্রীরা, তোমরা যখন আবেদন করার সময়, ৫টি বা ১০টি কলেজে আবেদন করেছ, হয়তো তুমি ১ম চয়েসের কলেজে সিট নাও পেতে পার।এক্ষেত্রে, তুমি যদি ২য় পছন্দের কলেজে আসন পেয়ে, নিশ্চায়ন বা কনফার্মেশন করেও থাক, ১ম কলেজে আসন খালি থাকলে তুমি অটোমেটিকেলি ১ম কলেজে আসন পেয়ে যাবে। এটাই হচ্ছে অটো মাইগ্রেশন। মাইগ্রেশনের জন্য আবেদনের কোন সুযোগ নেই।
মাইগ্রেশন এর রেজাল্ট জানুন
HSC Admission Migration Result
যদি এখন পর্যন্ত তুমি কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত না হয়ে থাক, (২৪ জুন) শুধুমাত্র ১ দিন পুনরায় আবেদন করতে পারবে।
যদি তুমি কোন কলেজেই ভর্তির জন্য নির্বাচিত না হয়ে থাক, তাহলে তোমাকে ১৫০ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবেনা। তুমি সিকিউরিটি কোড দিয়ে তোমার পছন্দের কলেজ পরিবর্তন করতে পারবে।
যদি তুমি নির্বাচিত হয়েছ, কিন্তু নিশ্চায়ন করনি। এক্ষেত্রে তোমার আবেদনটি বাতিল হয়েছে। তোমাকে পুনরায় ১৫০ টাকা আবেদন ফি পরিশোধ করে নতুন আবেদন করতে হবে।